চুয়াডাঙ্গা: সড়ক পরিবহন আইনে শ্রমিকদের স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন গড়ে তোলেন জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এ সময় বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারন সম্পাদক রিপন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি ৭ দফা দাবি কার্যকর করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
- Comments
- Facebook Comments