নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুলের টবে গাঁজা চাষ করে ধরা খেল যুবক। তার নাম শাকিল। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে তাকে আটক করে র্যাব-১১।
শনিবার (৭ মার্চ) র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাকিলের দেওয়া তথ্যমতে তার বাসার ছাদ থেকে প্লাস্টিকের তৈরি টবে লাগানো ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। শাকিল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার বাসার ছাদে গাঁজার চাষ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা রয়েছে।
আর এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Prev Post
You might also like
- Comments
- Facebook Comments