আবারও রোহিঙ্গা ক্যাম্পে যুবক হত্যা, দুদিনে ৩ খুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে মো. এরশাদ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে। খুনের শিকার এরশাদ কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।

আবারও রোহিঙ্গা ক্যাম্পে যুবক হত্যা, দুদিনে ৩ খুন

 

বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ক্যাম্পে এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর পরই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

 

আবারও রোহিঙ্গা ক্যাম্পে যুবক হত্যা, দুদিনে ৩ খুন

 

এ নিয়ে ক্যাম্পে দুদিনে তিন খুনের ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে রাতের বেলায় পাহারায় নিয়োজিত থাকা মো. জাফর (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার আগের দিনও আরেক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

 

কামাল মজুমদার-নিখিলসহ ৫০০ জনের বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন

চবিতে বাস–শাটল ট্রেন বন্ধ, ক্লাস হচ্ছে না, ১৬টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত

You might also like
Leave A Reply

Your email address will not be published.