ঈদের দিন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ
বিশ্বকাপের ধামামা বাজতে শুরু করেছে ক্রিকেট দুনিয়ায়। টাইগারভক্তদেরও উত্তেজনা বাড়ছে প্রতিদিন। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বেই ৯টি ম্যাচ খেলতে হবে মাশরাফিদের। অন্তত ৫-৬টি ম্যাচ জিতে নিশ্চিত করতে হবে সেমিফাইনাল। কাজটি সহজ না হলেও নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে টিম টাইগারস।
আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে স্টিভ রোডসের শিষ্যরা। ৫ জুন হবে দ্বিতীয় ম্যাচ।
এদিকে পবিত্র ঈদুল ফিতর হবে হয় ৫ জুন অথবা ৬ জুন। ৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। যদি ৫ জুন ঈদ হয় তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা খেলা এবং ঈদের আনন্দ একসঙ্গে উপভোগ করতে পারবেন।