লিওনেল মেসিকে বলা হয় ভীনগ্রহের ফুটবলার। ফুটবলের অনেক অসাধ্যকে সাধন করেছেন তিনি। তার ছোট বেলাতেও এক অসাধ্যকে জয় করে গল্পে রূপ দিয়েছিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সে আর্জেন্টাইন তারকা টয়লেটে তালাবদ্ধ ছিল এবং অনেক কষ্টে দরজায় ভেঙে বেরিয়ে সোজা মাঠে গিয়ে খেলায় অংশগ্রহণ করে দলকে জয়ের স্বাদ পাইয়ে দেন।
আর্জেন্টাইন তারকার এমন নানা অজানা গল্পের কথা জানিয়েছেন তার মা সেলিয়া মার্টিনার। ছয় বছর বয়সে সেই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে হ্যাট্রিক করেছিলেন লিওনেল মেসি। ম্যাচ সেরার খেলোয়াড় নির্বাচিত হয়ে একটি মোটরবাইক পান তিনি।
মেসির মা সেলিয়া মার্টিনার বলেন, ‘সেই ম্যাচ জিতে সে যতোটা খুশি হয়েছিলো ততোটা খুশি তাকে আর কখনও দেখিনি।’