গোটা বিশ্বের ক্রীড়া জগতে পড়েছে করোনা ভাইরাসের প্রভাব। ভাইরাসের সংক্রমণ রোধে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে ইউরোপের সব ক্রীড়া টুর্নামেন্ট। এই তালিকায় আছে স্প্যানিশ লা লিগা ও দেশটির অন্যান্য ফুটবল আসরও। শুধু তাই না, পুরো স্পেনেই এখন জরুরি অবস্থা চলছে।
সেই ধারাবাহিকতায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে লিও মেসিদেরও। করোনার জেরে বন্ধ হল বার্সেলোনার প্র্যাকটিসও।
গতকাল জানা যায়, নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা এই অধিনায়ক। তবে শুধু মেসিই একা নন, পুরো বার্সেলোনা স্কোয়াডই এখন কোয়ারেন্টাইনে রয়েছে।
বার্সেলোনায় মেসির বিলাসবহুল বাড়িতে আউটডোর ফুটবল পিচ, সুইমিং পুল এবং ইনডোর জিম আছে। অর্থাৎ আইসোলেশনে থাকা অবস্থায় মেসির প্রস্তুতি নিতে কোনো অসুবিধা হবে না। শুধু তাই না, তার বাড়ি যেখানে অবস্থিত সেই জায়গা ‘নো ফ্লাই জোন’র অংশ। তার মানে বেশ শান্তিতেই অনুশীলন সারতে পারবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এদিকে বার্সার মতো কোয়ারেন্টাইনে আছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রাও। রিয়ালের বাস্কেটবল দলের এক খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ই রিয়ালের ফুটবলাররা অনুশীলন চালিয়ে যাচ্ছেন।