করোনা ভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত দেশে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরণের খেলাধুলা ও টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
সোমবার (১৬ মার্চ) বিকেলে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এদিন সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশেও। সোমবার আরো তিনজনের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে এ নিয়ে বাংলাদেশে এখন মোট ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।