চুয়াডাঙ্গায় সোনার বারসহ চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গার জীবননগরে ১২টি সোনার বারসহ চোরাকারবারি শাহাবুল ইসলাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি। তিনি জীবননগর থানার মেদিনীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্থ মেদিনীপুর বিওপির নায়েক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেদিনীপুর খালাপাড়া ব্রিজের উপর থেকে ১ কেজি ৩৯৭ গ্রাম সোনা ও একটি ডিসকভারি মোটরসাইকেলসহ শাহাবুলকে আটক করে।
মেদিনীপুর বিওপির নায়েক নজরুল ইসলাম জানান, শার্ট ও প্যান্টের দুই পকেটে স্কসটেপ দিয়ে সোনার বারগুলো অভিনব কায়দায় মোড়ানো ছিল।