চুয়াডাঙ্গার আছিয়া খাতুন দুদকের কমিশনার হলেন

দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গার দর্শনার মেয়ে সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। তিনি দুদকের কমিশনার মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ (১) ধারার বিধানমতে তিনি এই নিয়োগ পেয়েছেন।

এতে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে আছিয়া খাতুন, কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আছিয়া খাতুনের সরকারি চাকরিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২৯ বছর সচিবালয় এবং মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালের ২৬ জানুয়ারিতে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামে যোগ দেন।

পরে তিনি নোয়াখালী ও খুলনাতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়েও গুরুত্বপূর্ণ পদে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। দেশের বাইরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর পদেও তিনি দায়িত্ব পালন করেন।

আছিয়া খাতুন ১৯৬৩ সালে চুয়াডাঙ্গার দর্শনা শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম কম (হিসাববিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। পরে তিনি দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি নেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.