ছাত্রীদের টিফিনের টাকায় সৈকতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ আলোকচিত্র
ছাত্রী ও শিক্ষকদের টিফিনের টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সৈকতে হয়ে গেল বঙ্গবন্ধুকে নিয়ে দেশের সর্ববৃহৎ আলোকচিত্র প্রদর্শনী। বুধবার (২২ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ প্রদর্শনী উদ্বোধন করেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৃহৎ চিত্রপ্রদর্শনী আয়োজনের মাধ্যমে ছাত্রীরা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ আয়োজন সবার জন্য অনুকরণীয় এবং গৌরবের। এর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব আর অসীম ত্যাগের ইতিহাস সম্পর্কে শিক্ষা অর্জন করবে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার উদ্যোগে বুধবার কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা ব্যতিক্রমী এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামু উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রণয় চাকমা জানান, সম্প্রতি তিনি এ ধরনের উদ্যোগে কথা জানালে বিদ্যালয়ের ছাত্রীরা তাদের টিফিনের টাকায় এ বিশাল কর্মযজ্ঞ আয়োজনে আগ্রহ প্রকাশ করে। এতে সায়ও দেন তিনি। এরই প্রেক্ষিতে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সহায়তায় ছাত্রীরা টিফিনের টাকা জমিয়ে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন চিত্রকর্ম সংগ্রহ শুরু করে। অল্পদিনে ছাত্রীরা সংগ্রহ করে বঙ্গবন্ধুর এক হাজার চিত্র। পরে এসব ছবি দিয়ে এক হাজার ফুট দীর্ঘ এ প্রদর্শনী আয়োজন করা হয়।
ইউএনও আরও জানান, টিফিনের টাকা আর নিজেদের শ্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রপ্রদর্শনী আয়োজনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের। বিশাল এ চিত্রপ্রদর্শনী সর্বত্র সাড়া জাগিয়েছে। এ প্রদর্শনী দেখে সর্বস্তরের মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও বঙ্গবন্ধুর জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত অজানা অধ্যায় জানার সুযোগ পেয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম জয়নাল আবেদীন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার আহ্বানে সাড়া দিয়ে বিদ্যালয়ের ছাত্রীরা স্ব-উদ্যোগে, টিফিনের টাকায় বঙ্গবন্ধুর চিত্রপ্রদর্শনী আয়োজন করেছে। শিক্ষকরা যা পারেনি, তা ছাত্রীরা করেছে। ছাত্রীদের এ উদ্যোগ জেলাবাসীর জন্য গৌরবের।
প্রদর্শনী সমন্বকারী সহকারী শিক্ষক সুমথ বড়ুয়া জানালেন, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এতবড় চিত্রপ্রদর্শনী দেশে আগে আর হয়নি। জাতির পিতাকে নিয়ে দেশের দীর্ঘতম আলোকচিত্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হবে বলেও জানান তিনি।
আলোকচিত্র প্রদর্শনীতে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌরচন্দ্র দেসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীসহ বিপুল দর্শক উপস্থিত ছিলেন। সৈকতে আসা দেশি-বিদেশি পর্যটকরাও এ প্রদর্শনী দেখে বিমোহিত হন।