জহুরী মহল্লা চল্লিশ বস্তি মানবাধিকার রক্ষা কমিটি মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব এর সামনে, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর মোহাম্মদপুর এলাকার ২৯নং ওয়ার্ড এর অর্ন্তগত সিটি কর্পোরেশন বিজলী মহল্লা চল্লিশ বস্তি উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করণ সংক্রান্ত মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ থাকা সত্ত্বেও স্থানীয় কাউন্সিলর নূরুল ইসলাম রতন ও তার পেটোয়া বাহিনী দ্বারা উচ্ছেদের হুমকির প্রতিবাদে এবং “জহুরী মহল্লা ৪০ বস্তিবাসীদের মানবাধিকার সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে” একটি মানববন্ধন কর্মসূচী করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জহুরী মহল্লা চল্লিশ বস্তি মানবাধিকার সুরক্ষা কমিটির আহবায়ক রোকেয়া বেগম এবং বক্তব্য রাখেন বস্তিবাসীর অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা বেগম রাফেজা, নগর দরিদ্র উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক ফাতেমা আক্তার, বস্তিবাসী ইউনিয়নের প্রতিনিধি কুলছুম বেগম, মিরপুর পোড়া বস্তির সিবিও নেত্রী আনোয়ারা বেগম, জহুরী মহল্লা চল্লিশ বস্তির প্রতিনিধি রহিমা বেগম রুহি ও জাকির হোসেন, বাংলাদেশ বাস্তুহারা আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার।
এছাড়াও কোয়ালিশন ফর দ্য আরবান পুওর’ এর নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াৎ সংহতি বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন হিউম্যান রাইটস এ্যালাইন্স বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল হক ।