টাইগার আমাকে ভালোবাসেনা ওর জীবনে অন্য কেউ আছে

বলিউডে র্সবদা গসিপের মূলে থাকেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। তাদের বক্তব্য তারা নাকি খুব ভালো বন্ধু কিন্তু বলি পাড়াতে কান পাতলে শোনা যায় অন্য কথা। তাদের কখনও ডিনারে কিংবা বাইরে ছুটি কাটাতেও যেতে দেখা যায়। কিন্তু তার পরেই নিজেদের মধ্যে বন্ধুত্বকে প্রাধান্য দেন তিনি।

এক সাক্ষাৎকারে দিশা তাদের সর্ম্পক নিয়ে বলেন, কী করে নিজেদের সর্ম্পক মেনে নেব। কারণ টাইগার আমাকে ভালোবাসেনা। তাকে র্দীঘদিন ধরে পছন্দ করানোর চেষ্টা করেছি।

আক্ষেপ নিয়ে দিশা আরও বলেন, আমি টাইগারকে এত বছর ধরে এটাই বোঝাতে চাইছি যে আমি তাকে ভালোবাসি। দেখুন এখন আমি ভারত সিনেমাতে অভিনয় করছি, এত স্টান্ট কিংবা অ্যাকশন করেছি আমি। তাহলে এবার টাইগারের আমাকে পছন্দ হওয়া উচিত। আমি আশা করেছিলাম টাইগার আমাকে পছন্দ করবেন কিন্তু কিছুই লাভ হল না ভাগ্য আমার খুব খারাপ। হ্যাঁ, আমরা একসঙ্গে খেতে যাই, ঘুরতে যাই, তার মানে এটা নয় যে টাইগার আমাকে পছন্দ করে। কিন্তু হয়ত ওর জীবনে কেউ অন্য ব্যক্তি আছে, তাকে মনে হয় ভালোবাসে টাইগার। কিন্তু আমার ছবি গুলোতেও লাইক করে মাঝে মাঝে। আমার মনে হয় আপনার টাইগারকে একবার জিজ্ঞাসা করা উচিত ওর কী মত। ও এতটাই লাজুকে কিছুই বলবে না হয়ত কিন্তু আমি লাজুকে নই।”

You might also like
Leave A Reply

Your email address will not be published.