দ্বিগুণ হারে পাকিস্তানে বাড়ছে করনার সংক্রমণ
পাকিস্তানেও করোনাভাইরাস ব্যাপকহারে তাণ্ডব চালাতে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে করোনা সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে। শুধু তাই নয়, গত ১৬ অক্টোবরের পর সংক্রমণের রেকর্ড হয়েছে বুধবার ৫ জানুয়ারি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। অক্সিজেনের সংকট যাতে দেখা না যায় সেজন্য পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফয়সাল সুলতান।
পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশনস সেন্টারের তথ্যানুযায়ী, বুধবার ৫ জানুয়ারি ৮৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, গত বছরের ১৬ অক্টোবর আক্রান্ত হয়েছিলেন ৮৯৩ জন।
এক সপ্তাহ আগেও পাকিস্তানে করোনা সংক্রমণ ছিল এক শতাংশের নিচে। কিন্তু কয়েক দিনে সংক্রমণের হার দ্বিগুণ হলো।
এদিকে একদিনে লাখ ছুঁই ছুঁই ভারতের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ৬ জানুয়ারি রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা বুধবারের তুলনায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭।
দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৬ শতাংশ।
সুস্থতার হার সামান্য কমেছে বুধবারের তুলনায়। বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ৬ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ২০০ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৫ লাখ ৩৪ হাজার ৪৭৩ জন; যা এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত।
শিক্ষা অপরাধ স্বাস্থ্য অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা লাইফস্টাইল সারাদেশ