ধামইরহাটে বিন্যাস বিষ দিয়ে পুড়িয়ে ফেলেছে তিন বিঘা জমির ধান
সাজু খন্দকার ধামইরহাট নওগাঁ প্রতিনিধি : উপজেলার খেলনা ইউনিয়নের শিশু গ্রামের হতদরিদ্র কৃষক মোঃ নইমদ্দিনের তিন বিঘা জমিতে বিন্যা মারা বিষ দিয়ে মেরে ফেলেছে সমস্ত ধান ক্ষেত।এতে ক্ষতি হয়েছে প্রায় এক লক্ষ্য টাকার ধান। কৃষকের কান্নায় যেন স্তব্ধ হয়ে পুরা গ্রাম। জমির মালিক মোঃ নইমদ্দিনের সাথে কথা বলে যানা গেছে এই জমিটি তিনি দীর্ঘ ৫০-৬০ বছর থেকে ভোগ দখল করে ক্ষেয়ে আসছেন কিন্ত গত ১ বছর আগে থেকে জমিটি দখল করার পাইতারা করে আসছেন একই গ্রামের শ্রী শ্যামা ও বিমল চন্দ্র। এর আগেও রোপন কৃত জমির ধান ভেঙ্গে ও জমির আইল কেটে পানি বের কেরে দিয়েছেন প্রকাশ্য দিবালকে শ্যামা ও বিমল চন্দ্র। আর তাই জমির মালিক মোঃ নইমদ্দিনের দাবি রাতের অন্ধকারে শ্যামা ও বিমল বিষ দিয়েছে তার জমিতে।