নতুন রূপে আত্মপ্রকাশ করছেন রানি মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির জন্মদিন ২১ মার্চ। আগামী বছর তার জন্মদিনে নতুনভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি রানি নিজেই তার নতুনভাবে আত্মপ্রকাশের কথা ভক্তদের জানিয়েছেন। অভিনেত্রী থেকে এবার তিনি হতে চলেছেন লেখিকা। তিনি নিজের আত্মজীবনী লিখেছেন।

নতুন রূপে আত্মপ্রকাশ করছেন রানি মুখার্জি

এ প্রসঙ্গে রানি বলেছেন, ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুন্দরভাবে ২৫ বছর কাটিয়ে দেওয়ার মধ্যে আমি কখনো সিনেমা অভিনয়ের যাত্রাপথে আমার জীবন নিয়ে এত আন্তরিকভাবে কোনো কথা এর আগে বলিনি। সিনেমায় মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় কাটাছেঁড়া চলে। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী হিসেবে, আমার অভিনয়ের ক্যারিয়ারে আমি আমার ব্যক্তিগত জীবনের অনেক কাটাছেঁড়া ও মানসিক ক্লেশের কারণ অনুসন্ধান করেছি এ বইতে।

তিনি আরও বলেন, পঁচিশ বছরের ব্যস্ত অভিনয় জীবনে আমি কখনো আমার ফেলে আসা জীবনের এসব ঘটনা নিয়ে আত্মদর্শী হওয়ার সুযোগ পাইনি। আমার এ স্মৃতিকথা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার জীবনের মুখোমুখি হওয়া অনেক ঘটনাবলির স্মৃতিচারণ বলতে পারেন।

নতুন রূপে আত্মপ্রকাশ করছেন রানি মুখার্জি

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার যে ভক্তরা আমাকে ভালোবেসে এসেছেন, আর যারা আমাকে এতগুলো বছর ধরে সীমাহীন ভালোবাসা আর তাদেরই ভালোবাসার একজন করে ধরে রেখেছেন, আমার এই স্মৃতিকথা তাদের প্রত্যেকের জন্য। আগামী বছর আমার জন্মদিনে প্রকাশিত হতে চলা আমার এই আত্মজীবনীর ব্যাপারে তাদের প্রত্যেকের প্রতিক্রিয়ার জন্য আমি তাকিয়ে আছি। যে প্রতিক্রিয়া আশা করি আমার জন্মদিনকে আরও বিশেষ করে তুলবে।

প্রসঙ্গে রানি মুখার্জি ক্যারিয়ারের শুরু থেকেই বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে অভিনয় করে ঝড় তুলেছিলেন বলিউডে। মাত্র ১৮ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন রানি। শুরুতেই হাতেখড়ি হয়েছিল শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সঙ্গে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

নতুন

অস্কার বয়কট করছে রাশিয়া, মনোনয়ন কমিশন প্রধানের পদত্যাগ

একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

You might also like
Leave A Reply

Your email address will not be published.