নিয়ামতপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নওগাঁর নিয়ামতপুরের ছাতড়া তেলের পাম্পের সামনের পুকুর থেকে গলায় দড়ি পেঁচানো মধ্যবয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ৩০ নভেম্বর বেলা ১০ টার সময় ছাতড়া বাজারের পশ্চিমে ছাতড়া ফিলিং ষ্টেশনের দক্ষিণে বুড়িপুকুর নামক স্থানের এক পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির।
পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন রাখাল গরু চরানোর সময় পুকুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজনদের সংবাদ দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তার লাশ উদ্ধার করে। তার গলায় রশি পেঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মৃত ব্যক্তির বয়স ৩০ থেকে ৪০ বছরের হতে পারে।
ওসি হুমায়ন কবির জানান, ছাতড়া ফিলিং ষ্টেশনের দক্ষিণে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
লাশটির গলায় রশি পেঁচানো ছিল। ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।