নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শফি উল্যাহ (৬৫)। তিনি কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফতেহপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে শফি উল্যাহ কবিরহাট-বসুরহাট সড়কে হাঁটতে বের হন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা সোনাপুরগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন শফি উল্যাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক পিকআপ ভ্যানটি আটক করে। তবে এ সময় পিকআপ ভ্যানের চালক ও সহকারী দৌড়ে পালিয়ে যান। পরে কবিরহাট থানার পুলিশ এসে পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ স্বজনেরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নোয়াখালী নোয়াখালী