পর্দায় ফিরছেন রেসী

নৃত্যশিল্পী হিসাবে মিডিয়ায় এসেছিলেন মৃদুলা আহমেদ রেসী। এরপর চিত্রনায়িকা হিসাবে পরিচিতি পান। অভিষেক সিনেমা বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ দিয়েই দর্শকদের নজর কাড়েন।

এরপর নিয়মিত অভিনয় করেছেন সিনেমায়। তবে এ অভিনেত্রী গত চার বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত। করোনাকাল শুরু হওয়ার দুবছর আগে রাকিবুল আলম রাকিবের পরিচালনায় ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। গত বছর সেটি সেন্সর সার্টিফিকেটও পেয়েছে।

পর্দায় ফিরছেন রেসী

এবার জানা গেছে, সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছেন প্রযোজক। আগামী মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ প্রসঙ্গে  বলেন, ‘আমাকে ঘিরেই সিনেমার গল্প তৈরি হয়েছে। বক্তব্যধর্মী এ সিনেমাটি আশা করছি দর্শকের ভালো লাগবে। কারণ এতে অনেক কিছুই আছে, যা দর্শকদের আকৃষ্ট করবে। তাই সিনেমাটির সফলতা নিয়ে আমি আশাবাদী।’ এদিকে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে অভিষেক হচ্ছে রেসীর।

পর্দায় ফিরছেন রেসী

 

সম্প্রতি ওটিটি প্ল্যাটফরমের এ কাজগুলোর প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী মাসে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এ নায়িকা। এ ছাড়া নতুন তিনটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রেসী। মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনা সংস্থা থেকে সিনেমা তিনটি মুক্তি পাবে। এ প্রসঙ্গে রেসী বলেন, ‘প্রাথমিকভাবে কথা হয়েছে। আমি এখনো সিদ্ধান্ত নিইনি। তবে অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেব।’ বিরতির পর আবারও নতুন উদ্যমে কাজ শুরুর পরিকল্পনা করছেন এ চিত্রনায়িকা।

 

 

 

সবাই বলেছিল সালমান শাহর চরিত্রে অভিনয় না করতে

ন্যায্য, সুরক্ষিত ও স্বাস্থ্যকর বিশ্ব প্রতিটি নাগরিকেরই অধিকার: প্রিয়াংকা

You might also like
Leave A Reply

Your email address will not be published.