পাকা বাড়ি পাচ্ছে আরও ১২৭ গৃহহীন পরিবার

নীলফামারীর কিশোরগঞ্জে আরও ১২৭টি গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ রঙিন পাকা বাড়ি। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তাদের এসব বাড়ি উপহার দিচ্ছেন।

ভূমি বন্দোবস্তসহ বাড়ির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বরাদ্দপ্রাপ্তরা তাদের স্বপ্নের বাড়িতে বসবাসের জন্য ব্যাকুল হয়ে আছেন। দালানবাড়িতে বসবাসের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় গৃহহীনরা যেন আনন্দে ভাসছেন।

পাকা বাড়ি পাচ্ছে আরও ১২৭ গৃহহীন পরিবার

জানা যায়, উপজেলার বড়ভিটা টটুয়ারডাঙ্গায়, পুটিমারীর ধাপেরডাঙ্গায় ও মাঝাপাড়ায় গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে এসব দৃষ্টিনন্দন বাড়ি। অগ্রাধিকারের ভিত্তিতে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্ত ভূমিহীন ও গৃহহীনকে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্তরা কেউ থাকেন পলিথিন মোড়ানো ঝুপড়িতে বা অন্যের বাড়িতে। স্বপ্নের বাড়িতে পদার্পণের বার্তায় তারা এখন দিনক্ষণ গুনছেন।

পাকা বাড়ি পাচ্ছে আরও ১২৭ গৃহহীন পরিবার

এ ব্যাপারে উপজেলা অফিসার নির্বাহী নূর-ই-আলম সিদ্দিকী জানান, অগ্রাধিকারের ভিত্তিতে গৃহহীনদের জন্য তৃতীয় পর্যায়ের ১২৭টি বাড়ি নির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে পুটিমারীর ৭৭টি বাড়ি দেওয়া হয়েছে। টটুয়ারডাঙ্গার ৫০টি বাড়ির চাবি ও দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

 

 

পাকা

পদ বাণিজ্য নিয়ে যা বললেন ছাত্রলীগ সভাপতি

নতুন বাজারে রপ্তানিতে আশা দেখাচ্ছে পোশাক

You might also like
Leave A Reply

Your email address will not be published.