প্রেমিকের স্ত্রীর সঙ্গে চুলোচুলি
প্রেমিকের কথায় বিবাহবিচ্ছেদ করেছেন। এখন প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকার করছেন। এই অভিযোগে প্রেমিকের দোকানে হামলা চালিয়েছেন ওই নারী।
পরে সেখানে হাজির হন প্রেমিকের স্ত্রী। এ সময় প্রেমিকের স্ত্রীর সঙ্গে ওই নারীর ধস্তাধস্তি ও চুলোচুলি হয়।
বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার সন্ধ্যায় ওই নারী তার প্রেমিকের দোকানের সামনে এসে চিৎকার শুরু করেন। তার অভিযোগ, ওই দোকানের মালিক তাকে প্রেমের জালে ফাঁসিয়েছে।
এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের স্বামীর সঙ্গেও বিবাহবিচ্ছেদ করিয়েছেন। কিন্তু এখন তাকে বিয়ে করতে অস্বীকার করছেন।
সর্বভারতীয় একটি গণমাধ্যমে বলা হয়, ওই ব্যক্তি বিবাহিত। তার তিন সন্তান রয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেমিকা যখন তার দোকানে চড়াও হয়েছিলেন, তখন সেখানে হাজির হন তার স্ত্রী।
অভিযুক্তের স্ত্রীর সঙ্গে প্রেমিকার ধস্তাধস্তি হয়। ঘটনা দেখে রীতিমতো ভিড় জমে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর মহিলা থানার পুলিশ।
পুলিশ অভিযুক্ত ব্যক্তির স্ত্রী এবং প্রেমিকাকে থানায় নিয়ে যায়। পরে ব্যক্তিগত বন্ডে দুজনই জামিন পান।
শিক্ষা অপরাধ স্বাস্থ্য অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা লাইফস্টাইল সারাদেশ