বাগদান সারলেন অভিনেত্রী তাসনুভা তিশা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। বিয়ের সানাই বাজতে চলেছে এই অভিনেত্রীর।
শনিবার ১৬ জানুয়ারি অভিনেত্রীর বনশ্রীর বাসায় তাসনুভা ও তার বরের পরিবারের তাসনুভার বাগদত্তা সৈয়দ আজগর, হাই ভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত।
২০২০ সালের ডিসেম্বর মাসের আজগরের সঙ্গে তার পরিচয়, এরপর দুজন দুজনকে কাছ থেকে দেখা ও জানাশোনা। একটু একটু করে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সম্পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন।
২০২০ সালের ডিসেম্বর মাসে পরিচয়ের পর প্রায় সময়ই ফোনে কথা বলা, একজন আরেকজনকে ম্যাসেজ আদান প্রদান। তিন মাস পর্যন্ত দুজন দুজনকে আপনি করে বলতেন।
এরপর দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তাসনুভা বলেন, আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই ভীষণ সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানালে তারা সম্মতি দেন।
আমার যেহেতু দুটি মেয়ে রয়েছে তাই আজগরের পরিবার বিষয়টিকে কীভাবে নেয়, সেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ওর পরিবার বেশ আন্তরিক এবং পজেটিভ। ওর বাবা নেই, মা আছে।
ওর মা বিষয়টিকে খুবই পজেটিভভাবে নিয়েছেন এবং আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। যার কারণে আমি আরও অনেক বেশি খুশি হয়েছি।
তিনি আরও বলেন, গতকাল আমার বনশ্রীর বাসায় আমার ও আজগরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বাগদান সম্পন্ন হয়। আগামী ২ ফেব্রুয়ারি আমাদের আকদ হবে।
এসময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং আমার কাছের কিছু মানুষ উপস্থিত থাকবেন। এরপর বিয়ের অনুষ্ঠানটা একই মাসে করবো। তবে সেটা কবে, এখনও চূড়ান্ত হয়নি।
আজগরের ভাই দেশের বাইরে থাকেন, উনি এ মাসের শেষে দেশে আসবেন। তারপর পরিকল্পনা করে একটা সময়ে অনুষ্ঠান করার চিন্তা আছে।
শিক্ষা অপরাধ স্বাস্থ্য অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা লাইফস্টাইল সারাদেশ
বাগদান বাগদান