মাদককাণ্ডে শ্রদ্ধাকে সাহায্য করেন সুকেশ
বলিউডের নানা তারকার সঙ্গে পরিচয় ছিল ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের। এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে সে কথা স্বীকার করেছেন সুকেশ স্বয়ং।
জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও সুকেশের পরিচিতদের তালিকায় রয়েছেন বলিউডের আরও দুই নায়িকা শ্রদ্ধা কাপুর এবং শিল্পা শেট্টি।
জিজ্ঞাসাবাদে সুকেশ জানিয়েছেন, ২০১৫ সাল থেকে শ্রদ্ধার সঙ্গে তার পরিচয়। গত বছর সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ডে যখন মাদক নিয়ন্ত্রক সংস্থা শ্রদ্ধাকে তলব করে তখনও নাকি তাকে সাহায্য করেছিলেন সুকেশ।
শুধু তাই নয়, পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার শর্তসাপেক্ষ জামিনের জন্য শিল্পার সঙ্গে যোগাযোগ করেন তিনি। বলিউডের এক সময়ের নায়ক হরমন বওয়েজার সঙ্গে ক্যাপ্টেন নামে একটি ছবি প্রযোজনার পরিকল্পনাও ছিল তার। সেই ছবির প্রধান চরিত্রের জন্য ভাবা হয়েছিল কার্তিক আরিয়ানকে।
শিক্ষা অপরাধ স্বাস্থ্য অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা লাইফস্টাইল সারাদেশ