মিয়ানমারে মিছিলে জান্তার গাড়ি, নিহত ৫
মিয়ানমারে সামরিক সরকার বিরোধী এক মিছিলে গাড়ি তুলে দিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী। এতে পাঁচজন নিহত হয়েছে।
এছাড়া মিছিল থেকে ১৫ জনকে গ্রেফতারও করা হয়েছে। রবিবার ৫ ডিসেম্বর এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত এক ডজন বিক্ষোভকারী আহত হয়েছে। বিরোধীদের ছায়া সরকার বলেছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা দেখে হৃদয় ভেঙে গেছে।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে দেশটির সামরিক বাহিনী।
এরপর থেকে দেশজুড়ে শুরু হওয়া অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে এক হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।