মুসলিম বিরোধী আইন পাস করছে ফ্রান্স
ফের মুসলিমবিরোধী আইন পাস করার পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের মন্ত্রিসভার সদস্যরা। নতুন এ আইনে দেশটির মুসলিম নারী খেলোয়াড়দের হিজাব পরা নিষিদ্ধ করা হচ্ছে।
এতে বলা হয়, খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সিনেট মঙ্গলবার একটি প্রস্তাবিত আইন সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন। ওই আইনে বলা হয়েছে, ক্রীড়া ফেডারেশন দ্বারা আয়োজিত ইভেন্ট এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্পষ্ট ধর্মীয় প্রতীক পরিধান করা নিষিদ্ধ।
সিনেটররা স্পষ্টভাবে বলেছেন, এই সংশোধনীর লক্ষ্য ক্রীড়া প্রতিযোগিতায় বোরখা পরা নিষিদ্ধ করা।
সংশোধনী এই বিলটি উত্থাপন করে কট্টর ডানপন্থি দল লেস রিপাবলিকানস এবং এর বিরোধীতা করেছেন ফ্রান্স সরকার। এর পক্ষে ভোট পড়েছে ১৬০ টি বিপক্ষে ১৪৩ টি ।
তবে এটি বাস্তবায়িত হতে সিনেট এবং নিম্নকক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি কমিশন গঠন করা হবে। এর পরে সিধান্ত চূড়ান্ত হবে।
শিক্ষা অপরাধ স্বাস্থ্য অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা লাইফস্টাইল সারাদেশ