যুক্তরাজ্যে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যের চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে মানবাধিকার কর্মীরা।
এখানে তিব্বতি, উইঘুর, হংকংগার এবং মঙ্গোলিয়ানরাও ছিলেন। বিক্ষোভকারীরা চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার ১১ ডিসেম্বর এসব জানিয়েছে লোকমাট ডট কম। প্রতিবেদনে বলা হয়, চীনের মূল ভূখন্ডের সংখ্যালঘু নিপীড়িতদের সঙ্গে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেয়। তারা চীনে সংঘটিত অন্যায়ের কথা তুলে ধরেন।
এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ফ্রি তিব্বত, ফ্রি তুর্কমেনিস্তান, ফ্রি মঙ্গোলিয়া, ফ্রি হংকং, বয়কট বেইজিং অলিম্পিক ইত্যাদি।
শিক্ষা অপরাধ স্বাস্থ্য অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা লাইফস্টাইল সারাদেশ