চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার মানুষের পাশে যুবনেতা জুবায়ের

চুয়াডাঙ্গা ১ আসনের (চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা) মানুষের পাশে গত ২০ রমজান থেকেই বিভিন্নভাবে সহায়তা করে আসছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমেদ। গরিব-দুঃখীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেও দেখা গেছে তাকে।

যুবনেতা জুবায়ের

সম্প্রতি জুবায়ের আহমেদের উদ্যোগে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া হয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ধানের বাম্পার ফলন হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকটের আশঙ্কায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই ধানকাটা কার্যক্রম হাতে নিয়েছি এবং যতদিন সম্ভব আমরা কৃষকের পাশে থাকবো। মানবিক যুবলীগ সর্বদা মানুষের পাশে ছিল, আছে, থাকবে।

 

করোনা মহামারীতে চুয়াডাঙ্গার দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশেও দাঁড়িয়েছিলেন জুবায়ের। গত লকডাউনেও সাধ্যমত খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। দল ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ। তৃণমুল নেতাকর্মিদের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন যুবনেতা জুবায়ের।

যুবনেতা জুবায়ের

চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা’র আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত মতবিনিময় করে যাচ্ছেন তিনি। জুবায়ের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে কাজ করতে হবে। শেখ হাসিনার মডেল উন্নয়ন কাজ আমাদের তুলে ধরতে হবে। ইতিপূর্বে উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন কিংবা ইউনিয়ন নির্বাচন কোনোটাই বিদ্রোহী প্রার্থীর পক্ষে কখনো কাজ করেন নি জানিয়ে কেন্দ্রীয় যুবনেতা জুবায়ের বলেন, আগামীতেও করব না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। শেখ হাসিনার পক্ষে মানবিক কল্যাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মুখ্য কাজ।

যুবনেতা জুবায়ের

মানুষের সেবা করতে পারলে নিজেকে ভীষণ গর্বিত মনে করেন জুবায়ের। মুলত: এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা মানব সেবা করেন তারাই প্রকৃত মানুষ।

 

 

পদ বাণিজ্য নিয়ে যা বললেন ছাত্রলীগ সভাপতি

সেনা অভ্যুত্থানে বুরকিনা ফাসোর সামরিক সরকারের প্রধান ক্ষমতাচ্যুত

ঢাকার ৩ কলেজে ছাত্রী হলে ছাত্রলীগের সিট বাণিজ্য আতঙ্ক যেখানে নিত্যসঙ্গী

ব্রাজিলের নির্বাচনী প্রচারণায় নেইমারের ভিডিও

মঠবাড়িয়ায় জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

 

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.