রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল– পীরগঞ্জ পাকা সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ ব্যক্তি।
বুধবার ৮ ডিসেম্বর সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রানীশংকৈল থানার পুলিশ পরিদর্শক খাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন ।
জানা গেছে, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে রানীশংকৈল যাচ্ছিলো। অন্যদিকে সিএনজিটি পীরগঞ্জ যাচ্ছিল।
আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা এক নারী নিহত হন এবং আহত হন আরেকজন যাত্রী।
নিহতের নাম হাসান আলীর স্ত্রী সাফেদা বেগম। তার বাড়ি হরিপুর উপজেলার বকুয়া-বটতলা গ্রামে। আহত হওয়া ব্যক্তি রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র। তাকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শিক্ষা অপরাধ স্বাস্থ্য অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা লাইফস্টাইল সারাদেশ