সোনাক্ষী সিনহা নেইল পলিশ ব্যবসা শুরু করলেন

বলিউড তারকা সোনাক্ষী সিনহা ভক্তদের সঙ্গে ভালোই মজা করলেন। অনামিকায় বড় হিরের আংটি। নখগুলোর সাজও দারুণ নজরকাড়া।

 

রহস্যের মাত্রা বাড়াতে যে ছবিগুলো পোস্ট করেছিলেন, তাতে ছিল একজন পুরুষের উপস্থিতি। সেই পুরুষের মুখ দেখা যায় না। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার জন্য এটা একটা বড় দিন। আমার দেখা সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি সত্যি হতে চলেছে। আর আমি তা আপনার সঙ্গে ভাগ না করে থাকতে পারছি না। কখনো ভাবিনি, ব্যাপারটা “সো ইজি”।

 

 

এই ‘সো ইজি’ নিয়েই ঘটনা। ‘সো ইজি’ সোনাক্ষী সিনহার নতুন নেইল পলিশের ব্র্যান্ড। সবসময় সোনাক্ষী চেয়েছিলেন, নিজে কিছু করবেন। আর সেই তালিকায় সবার ওপরে ছিল উদ্যোক্তা হওয়া। সেই স্বপ্ন পূরণ করলেন সোনাক্ষী। তবে ভক্তদের যথেষ্ট নাকানি–চুবানি খাইয়ে। কেননা, সবগুলো ছবি–ই ইঙ্গিত দিচ্ছিল বাগদানের দিকে। তার ওপর বলিউডে চলছে বিয়ের মৌসুম।

 

একের পর এক তারকারা জুটি বেঁধে বসছেন বিয়ের পিঁড়িতে। ভারতীয় একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছিল, তবে কি কথিত প্রেমিক জহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী? কিন্তু না, এটা ছিল তাঁর ‘চতুর মার্কেটিং কৌশল’। আর গণমাধ্যম আর ভক্তরা সেটারই শিকার হয়েছেন!

 

বিষয়টি পরিষ্কার করে সর্বশেষ পোস্টে সোনাক্ষী লিখেছেন, ‘ওকে, ওকে, আমি আপনাদের ইতিমধ্যে অনেক উত্ত্যক্ত করেছি! এবার বিষয়টি খোলাসা করা যাক। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনো কথাই মিথ্যে বলিনি। আমার জন্য এটা একটা বড় দিন। কেননা, আমি উদ্যোক্তাদের দুনিয়ায় পা রাখলাম। নারীদের সুন্দর নখের জন্য, নেইল আর্টের জন্য, ট্রেন্ডি নেইল পলিশ নিয়ে এসেছে আমার নিজের ব্র্যান্ড “সো ইজি”।

 

ইতিমধ্যে নিজের ব্র্যান্ডের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলেছেন সোনাক্ষী। ‘ইটস সো ইজি’ নামে সেই অ্যাকাউন্টের জুটে গেছে সাড়ে আট হাজার অনুসারীও। এদিকে সোনাক্ষীর বিয়ের গুঞ্জন এই প্রথম নয়। এর আগে সালমান খানের ছোট ভাই সোহেল খানের শালা বান্টি সাজদের সঙ্গেও বিয়ের গুঞ্জন উঠেছিল।

 

 

এর আগে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ নিজের বিউটি ব্র্যান্ড খুলে সাড়া ফেলেছেন। ক্যাটরিনার বিউটি ব্র্যান্ড ‘কে বাই ক্যাটরিনা’ ইতিমধ্যে বেশ নাম করেছে। সফল উদ্যোক্তা হিসেবে একাধিক পুরস্কারও উঠেছে তাঁর হাতে।

 

 

রুশ বাহিনীর জয় নিয়ে সংশয়

চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত

You might also like
Leave A Reply

Your email address will not be published.