স্বরূপকাঠিতে অটো রিক্সার চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু
স্বরূপকাঠিতে দ্রুতগামী অটো রিক্সার চাপায় মাইসা আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার ১১ ডিসেম্বর সকালে স্বরূপকাঠি আটঘর কুড়িয়ানা সড়কে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫ নং ওয়ার্ডের মো. মিজানুর রহমানের মেয়ে। সে আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবির মোহাম্মদ জানান, মাইসা স্কুলের যাওয়ার পথে কুড়িয়ানাগামী একটি অটো রিক্সা তাকে চাপা দিলে সে আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাইসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় অটো রিক্সা চালক ইয়াছিন পলাতক রয়েছে। মামলা দিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সামান্তা ইসলাম বলেন মূমুর্ষ অবস্থায় মাইসাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে অক্সিজেন লাগিয়ে চিকিৎসা শুরুর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপর ওই বিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। ফলে ওই সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির ও ওসি আবির মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
শিক্ষা অপরাধ স্বাস্থ্য অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা লাইফস্টাইল সারাদেশ