স্বাস্থ্যবিধি নিয়ে কঠোর হুঁশিয়ারি আতিকের
করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার ২২ জানুয়ারি সকালে রাজধানীর কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক অফিসের সামনে ১০ দিনের সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করে এ কথা বলেন মেয়র।
এর আগে কারওরান বাজারের বিভিন্ন দোকানে মাস্ক বিতরণ করেন তিনি। প্রতিটি ওয়ার্ডে এ কর্মসূচি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
নির্দেশনা মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবে বলে জানান মেয়র আতিক। করোনা সংক্রমণের প্রকোপ বাড়ায় নড়েচড়ে বসছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার সকালে রাজধানীর বসুন্ধরা শপিংমলে অভিযান চালায় দফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যসচেতন করার পাশাপাশি মাস্ক না পরায় কয়েকজনকে করা হয় জরিমানা।
শিক্ষা অপরাধ স্বাস্থ্য অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা লাইফস্টাইল সারাদেশ