হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি নিয়ে টানা আট দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বহস্পতিবার সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়েজিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ আগামীকাল ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষ্যে ৮ দিন বন্ধের পর আগামী ৮ অক্টোবর থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 

 

স্থলবন্দরে

 

মুসলমান সংগঠন পিএফআইকে নিষিদ্ধ করল ভারত

ভারতের প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান অনিল চৌহান

You might also like
Leave A Reply

Your email address will not be published.