২২ দিনে এলো ১৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে ১২৬ কোটি ৫৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৩৩ কোটি টাকা।

 

দিনে

সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে রেমিট্যান্স কমেছে। রেমিট্যান্স প্রবাহ কমার এই ধারা তৃতীয় সপ্তাহেও অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে (৮ সেপ্টেম্বর পর্যন্ত) ৫২ কোটি ২৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। আর দ্বিতীয় সপ্তাহে (১৫ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিট্যান্স আসে ৪১ কোটি ২৭ লাখ ডলার। তবে তৃতীয় সপ্তাহে প্রবাসীরা পাঠিয়েছেন (২২ সেপ্টেম্বর পর্যন্ত) মাত্র ২০ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ মাসের প্রথম সপ্তাহে যে পরিমাণ রেমিট্যান্স এসেছিল, পরের দুই সপ্তাহে তা ধারাবাহিকভাবে কমেছে।

দিনে

 

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস ২ বিলিয়নের বেশি করে রেমিট্যান্স এসেছে। তবে সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে আগের দুই মাসের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে। গত আগস্টে প্রবাসীরা ২০৩ কোটি ৭৮ লাখ (২.০৩ বিলিয়ন ডলার) ডলার রেমিট্যান্স পাঠায়।

তার আগের জুলাইয়ে প্রবাসীরা ২ দশমিক ১ বিলিয়ন ডলার বা ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। অর্থবছরের প্রথম দুইমাসে রেমিট্যান্স এসেছে ৪ দশমিক ১৩ বিলিয়ন বা ৪১৩ কোটি ৪০ লাখ ডলার।

 

 

সমালোচনা সত্ত্বেও ইভিএম ব্র্যান্ডিংয়ে তৎপর ইসি

দুবাই–চট্টগ্রাম পথে জাহাজ নামাচ্ছে সাইফ পাওয়ারটেক

You might also like
Leave A Reply

Your email address will not be published.