বিনোদন বিনোদন ‘২২ শে এপ্রিল’-এ পিন্টু ঘোষের গান

ঈদুল ফিতর উপলক্ষ্য নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ’২২ শে এপ্রিল’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের থিম সং’টিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ।

আমি কোন পাথরে বাঁধবো আমার বুক, আমার বুকে মোচড় দিয়ে ওঠে তোমার মুখ’- এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। রাজন সাহার সুর-সঙ্গীতে ১৪ মে গানটিতে কণ্ঠ দেন পিন্টু।

অপূর্ব, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, নাবিলা, ইরেশ যাকের, মনোজ কুমার, আফরান নিশো, শহীদুজ্জামান সেলিমের অভিনয়ে ‘২২ শে এপ্রিল’ এনটিভিতে প্রচার হবে ঈদ আয়োজনে।

আরিয়ানের ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ঘুরে দাঁড়ানোর গল্প’, ‘শোক হোক শক্তি’, ‘শেষ কি হয়েছিলো সত্যি’, ‘নয়না’, ‘ভালো থেকো তুমিও’ প্রভৃতি নাটকের জন্য গান লিখেছেন অলি। 

এরই ধারাবাহিকতায় ‘২২ শে এপ্রিল’-এ লিখেছেন ‘তোমার মুখ’ শিরোনামের গানটি। নির্মাতা জানান, টেলিছবির গুরুত্বপূর্ণ দৃশ্যে ব্যবহার করা হবে গানটি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.