Mon. Jan 20th, 2020

ঝড়ের পর বাড্ডায় দেওয়াল ধসে দুইজনের মৃত্যু

ঝড়ের পর রাজধানীর উত্তর বাড্ডায় একটি ভবনের দেওয়াল ধসে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার পর উত্তর বাড্ডার একটি ভবনের পার্কিংয়ের দেওয়াল ধসে হতাহতের এ ঘটনা ঘটে বলে বাড্ডা থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানিয়েছেন।নিহতরা হলেন- বুলবুল বিশ্বাস (২৮) ও তপন (২৭)।ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে এসআই মোস্তফা জানান।

এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কজনক জানিয়ে তিনি বলেন, “তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।”

শুক্রবার সন্ধ্যার পর ঢাকায় তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অস্থায়ী প্যান্ডেল ভেঙে এক মুসল্লির মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া ঝড়ে ঢাকার বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *