অবিলম্বে নৌ-যান শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের দুই দিনব্যাপী কেন্দ্রীয় সভা গতকাল ২৯ নভেম্বর ২০১৯ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে। সংগঠনের সভাপতি কমরেড জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড উজ্জ্বল রায়ের পরিচালনায় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা চলমান রয়েছে। এর মধ্যে নেতৃবৃন্দ দেশের নৌ-যান শ্রমিকদের চলমান আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে আলোচনা করেন এবং আন্দোলনের প্রতি সংহতি জানান।
নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ দিন ধরে নৌ-যান শ্রমিক ও কর্মচারীদের আন্দোলন চলে আসছে। খোরাকি ভাতা, ন্যায্য মজুরি, মাস্টার ড্রাইভারশিপ পরীক্ষায় ও ডিপিডিসি প্রশিক্ষণ কেন্দ্রের সব অনিয়ম বন্ধ, কোর্স চলাকালে শ্রমিকদের বাধ্যতামূলক ছুটি প্রদান, নৌ শ্রমিকদের চিকিৎসার জন্য চিকিৎসালয় নির্মাণ, নৌপথে বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ, কর্মস্থলে দুর্ঘটনায় নৌ শ্রমিকের মৃত্যুতে ১২ লাখ টাকা মৃত্যুকালীন ক্ষতিপূরণ ইত্যাদি দাবির সাথে আমরা সংহতি জ্ঞাপন করছি। নৌ-যান শ্রমিকদের ন্যায্য সকল দাবি অবিলম্বে মেনে নেওয়া হোক। অন্যথায় এই আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করবে।”